স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আব্দুর রহিম নামে একটি মহিলা মাদরাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুন) রাতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত শিক্ষক আব্দুর রহিম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সাওরাইদ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। সে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের স্থানীয় একটি মহিলা মাদরাসার শিক্ষক। আর ভুক্তভোগী ছাত্রী ওই মাদরাসার ছাত্রী।
ভুক্তভোগী মাদরাসা ছাত্রীর মা জানান, আমার মেয়ে স্থানীয় একটি মাদরাসার থেকে পড়ালেখা করে আসছে। সোমবার (৩ জুন) আনুমানিক সন্ধা সাড়ে ৭টার দিকে মাদরাসার ভিতরে মেয়েকে পড়ানোর কথা বলে ডেকে নেন তার শিক্ষক আব্দুর রহিম। পরে তিনি আমার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার চেষ্টা করে।
এতে ভয় পেয়ে আমার মেয়ে ডাক-চিৎকার শুরু করলে লাঠি দিয়ে তাকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে শিক্ষক আব্দুর রহিম। শিক্ষকের এমন অত্যাচার সহ্য করতে না পেরে মঙ্গলবার সকাল ৭টার দিকে মাদরাসা থেকে পালিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে আমার মেয়ে কান্না শুরু করলে আমি তার কাছে কান্না করার কারণ জানতে চাইলে সে বিষয়টি আমাকে জানায়।
ভুক্তভোগী ছাত্রীর মা আরও জানান, এক মাস পূর্বেও আমার মেয়েকে ধর্ষণ চেষ্টা চালায় ওই শিক্ষক। কিন্তু শিক্ষক আব্দুর রহিমের মার খাওয়ার ভয়ে কাউকে কিছু বলেনি সে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো: জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।